শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে নির্বাচন কমিশনের কার্যক্রম খসড়া ভোটার তালিকা প্রকাশের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার বাবু বিপুল ভূষণ রায়।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মুফতি আহমদ আলী, ব্যবসায়ী নেতা মতিউর রহমান মতি, তরঙ্গ টুয়েন্টিফোর সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা যুবলীগ নেতা আজিুর রহমান খেলু, ব্যবসায়ী আলা উদ্দিন মিয়া, সেলিম মিয়া, জুয়েল মিয়া, সবুজ মিয়া প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টম্বর শনিবার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে জাঁকজমক, অবাধ ও সুষ্ঠু করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাজার কমিটি।