আবদাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী গ্যানিংগঞ্জ বাজারের বহুল প্রত্যাশিত ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে সোমবার রাত ৯টায় গ্যানিংগঞ্জ বাজারের আহবায়ক কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান আরজু’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ ইয়াহিয়া খান এর সঞ্চালনায় আয়োজিত সাধারণ পরিষদের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রেজাউল মোহিত খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার বাবু বিপুল ভূষণ রায়, নির্বাচন কমিশনারগণ হচ্ছেন মুফতি আহমদ আলী, অ্যাডভোকেট কান্তি চ্যাটার্জি সজল, আব্দুল জালাল ও নারায়ণ চন্দ্র কর। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভেন্যু হচ্ছে ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ মিলনায়তন।

অন্যান্য সিদ্ধান্তবলি হচ্ছে, আজ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রয়,১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্ধ এবং ২৬ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রেজাউল মোহিত খান বাজারের ব্যাংক-বীমা ও ব্যবসা প্রতিষ্ঠানে গুনিনগঞ্জ বাজার না লিখে গ্যানিংগঞ্জ বাজার লেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। তা ছাড়া এ বাজারের নির্বাচনটি হচ্ছে প্রথম। মাননীয় এমপি মহোদয় আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এবং ব্যবসায়ীবৃন্দের সহযোগিতা কামনা করি। আমি বিশ্বাস করি প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণের দক্ষতা ও বিচক্ষণতায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সভায় স্বতস্ফূর্তভাবে শত শত ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সবার মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে।
উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বহু দাতব্য সংস্থার কর্ণধার আলহাজ্ব রেজাউল মোহিত খান।