আসাদুজ্জামান খান তুহিন, বানিয়াচং থেকে : সোয়াম ফরেস্ট নামে খ্যাত বানিয়াচংয়ের লক্ষিবাওর (হরতির জঙ্গল) পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নৌকাযোগে সোয়াম ফরেস্ট পরিদর্শন করেন তিনি। এসময় হাওড়ের জলরাশি এবং সবুজ অরণ্য নানান প্রজাতির বিলুপ্ত প্রায় গাছ-গাছালি নল খাগড়া, হিজল গাছ,করজ গাছ, লঘি গাছ প্রভৃতি দেখে মুগ্ধ হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। এসময় সফরসঙ্গি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মি , পিআইও মলয় কুমার দাস, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যগণ। পরে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের চাঁয়ের আমন্ত্রণ দেন।

এ সময় হায়দারুজ্জামান খান ধন মিয়া বলেন, এলাকার মাছ বানিয়াচং, হবিগঞ্জ, ঢাকা কাওরান বাজারসহ বিভিন্ন জায়গায় প্রচুর চাহিদা রয়েছে। দেশ- বিদেশে রপ্তানী করে সরকার রাজস্ব পাচ্ছেন। এখানের মাছগুলা কৈ,মাগুর,শিং,বাইম, চিংড়ি,টেংরা, ভেদা,বোয়াল,রুই, পুটি,মলা,পাবদাসহ হরেক প্রজাতির দেশীয় প্রজাতির মাছ পাওয়া য়ায়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সরকার এ উন্নয়নের লক্ষে কাজ করতে সর্বত্র সহযোগিতা করবেন ।