শিব্বির আহমদ অরজু : ২০১৯-২০ অর্থ বছরে বানিয়াচং উপজেলা পরিষদের ( রাজস্ব উদ্বৃত্ত) উন্নয়ন তহবিলের অর্থে বিভিন্ন বিদ্যালয়ে ক্রিড়া সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলার ২৫টি মাধ্যমিক ও ১৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রিড়া সামগ্রী ফুটবল, ক্রিকেট ব্যাট,গ্লাভস,স্ট্যাম্পসহ বিভিন্ন উপকরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শুকরানা, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হোসেন খান, উপজেলা দুদক সভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, রত্মা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম, সহকারি শিক্ষক শেখ আবুল মনসুর তুহিনসহ বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। পরে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে ১টি টেবিল, ৫টি করে চেয়ার ও প্রত্যেক চেয়ারম্যানের কাছে ও বিভিন্ন বিদ্যালয়ে রোপনের জন্য গাছের চারা প্রদান করা হয়।