এম. মুজিবুর রহমান, হবিগঞ্জ থেকে ফিরেঃ হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের প্রতিষ্ঠাতা উপজেলা চোয়ারম্যান ও শহরের নিউ মুসলিম কোয়ার্টারের বাসিন্দা রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ নূরুল আমিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (৯ এপ্রিল) হবিগঞ্জ চাঁন মিয়া মসজিদ প্রাঙ্গণে ১ম জানাযা ও বিকাল ৩টায় নিজ মকা গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজ সমূহে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি’কে গউছ, হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচি মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,
সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান,সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোমিন,রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক বাংলাদেশের গভর্নর স্পেশাল এইড আলহাজ্ব রেজাউল মোহিত খান,কাগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, আউশকান্দি র’প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক লুৎফর রহমান, মরহুমের ভাগিনা ও সিঙ্গার বাংলাদেশ লিঃ শায়েস্তাগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার হুমায়ুন কবির মাসুম প্রমুখ৷
উল্লেখ্য, গত এপ্রিল ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোঃ নুরুল আমিন চৌধুরী মারা যান। তিনি দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে ভুগছিলেন।