নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। পূজার প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন অবধি মন্ডপে মন্ডপে গিয়ে তিনি তাদের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ২ বারের এমপি মরহুম অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমদ (স্যারের) পুত্র। পিতার পদাঙ্ক অনুসরণ করেই জনসেবায় নিজেকে বিলিয়ে দিয়ে এলাকার বন্যা, দুর্যোগ, করোনাকালীন সময়ে গরীব দুঃখী মানুষের পাশে থেকে মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি। সনতান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজায় অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল স্থানীয় দলীয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে ২ উপজেলার পূজা মন্ডপ গুলোতে গিয়ে পূজারীদের সাথে কুশল বিনিময় করেছেন।

২৫ অক্টোবর আজমিরীগঞ্জ উপজেলার, আজমিরীগঞ্জ পৌরসভা, জলসুখা, নোয়াগড়, বিরাট গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলে পূজারীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের খোঁজ খবর নিয়েছেন তিনি। বানিয়াচং আজমিরীগঞ্জে মন্ডপ পরিদর্শন করার সময় ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বানিয়াচং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ দেব ও সেক্রেটারী মাধব দেব এবং আজমিরীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারীরসহ অসংখ্য পূজারীদের সাথে সাক্ষাৎ করেন ।
অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে আমাদের দেশে সকল ধর্মের মানুষ সমমর্যদায় যার যার ধর্ম পালন করতে পারছেন। বাবার স্বপ্ন ছিল বানিয়াচং আজমিরীগঞ্জ এর মানুষ সবসময় ভালো থাকুন। তিনি তার জীবনের বেশীরভাগ সময়ই অত্রাঞ্চলের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। পিতার আদর্শ বুকে লালন করে মানুষের কল্যানে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেলসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।