শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে ৮নং খাগাউড়া ইউনিয়নে ৮নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৭ জুলাই) দুপুরে ইউপি চেয়ারম্যান শাহ্ শওকত আরেফীন সেলিম এর সভাপতিত্বে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম। এ সময় বক্তব্য রাখেন বানিয়াচং থানা বিট পুলিশিং এর প্রধান সমন্বয়কারি ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।
“পুলিশই জনতা-জনতাই পুলিশ” এ স্লোগানকে ধারণ করে বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন খাগাউড়া অস্থায়ী পুলিশ ফাঁড়ির এস আই লিটন দাস ও ছাত্রলীগ নেতা সালেহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক,ব্যবসায়ী এবং ৮ নং ইউপির সদস্য/সদস্যাবৃন্দ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ৮ নং বিট এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের বক্তব্য শোনেন এবং মাদক, দাঙ্গা ও অপরাধ মুক্ত বিট গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন৷ শিশুদের শিক্ষার দিকে উৎসাহ করতে জেলা পুলিশ, হবিগঞ্জ লেখা খাতা উপহার দেন।