শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে ৬নং কাগাপাশা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে ইউনিয়ন অফিসের সভাকক্ষে চেয়ারম্যান মো. এরশাদ আলীর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। “পুলিশই জনতা- জনতাই পুলিশ এ ¯ স্লোগানকে সামনে রেখে আরও বক্তব্য রাখেন বানিয়াচং থানা বিট পুলিশিং ০৬নং বিট অফিসার এসআই(নিঃ) আব্দুস ছত্তার।
সভায় বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ, কৃষক,ব্যবসায়ী এবং ০৬ নং ইউপি সদস্যবৃন্দ(মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বারগণ) উপস্থিত ছিলেন। বিট পুলিশিং সভায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ০৬ নং বিট এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের বক্তব্য শুনেন এবং মাদক, জুয়া, দাঙ্গা ও অপরাধ মুক্ত সমাজ গঠনের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রিম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে থানার অফিসার ইনচার্জ অনুরোধ করেন।