শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে ৬নং কাগাপাশা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে কাগাপাশা বাজারে ৭নং ওয়ার্ড মেম্বার মো. ছায়েদ মিয়ার সভাপতিত্বে পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এই স্লোগানকে সামনে রেখে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিট পুলিশিং সভার প্রধান সমন্বয়কারি ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। বক্তব্য রাখেন ৬নং বিট অফিসার এসআই(নিঃ) আব্দুস ছত্তার।
সভায় উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি ইঞ্জিল মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্রনেতৃবৃন্দ, কৃষক, ব্যবসায়ী, গণমাধ্যমের কর্মীবৃন্দ। বিট পুলিশিং সভায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ৬নং বিট এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকদের বক্তব্য শোনেন এবং মাদক, জুয়া, দাঙ্গা ও অপরাধ মুক্ত সমাজ গঠনে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। উক্ত সভায় সামাজিক, পারিবারিক সহিংসতা ও হত্যাকান্ড রোধকল্পে থানা পুলিশকে অগ্রিম তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে তিনি অনুরোধ করেন।