আবদাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ডাকাতি প্রস্তুতি ও মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেনের এর নির্দেশনায় ও এস আই (নিঃ)মোহাম্মদ আব্দুস সাত্তার ও মোহাম্মদ সাদ্দাম হোসেন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাতি প্রস্তুতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আঃ রউফ (৩৮), মাদক মামলার আলা উদ্দিন ও সোনা মিয়া নামে আসামিদেরকে গ্রেফতার করা হয়। ডাকাতি মামলার আসামি হলো উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে। মাদক মামলার আসামীরা হলো মথুরাপুর গ্রামের আঃ মনাফ ও মৃত আবু শ্যামার ছেলে। নিয়মিত মামলার আসামিসহ মোট ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ এমরান হোসেন বলেন, আসন্ন শীত মৌসুমে চুরি-ডাকাতি বৃদ্ধি, বাল্য বিবাহ, ইভটিজিং, জুয়া, মাদক, বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেফতারসহ, দাঙ্গা রোধে সর্বক্ষণ অভিযান চালাবে পুলিশ। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৬জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:৫২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- ৯১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ