আবদাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে ৫৪লিটার দেশীয় চোলাই মদসহ ২মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন এর দিক নির্দেশনায় এসআই গৌতম সরকার (নিঃ) এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সের সহযোগিতায় উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন অন্তর্গত আড়িয়ামুগুর এলাকায় ৫৪লিটার দেশীয় চোলাই মদসহ ২মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো চন্দ্রনাথ দাসের পুত্র নারায়ন চন্দ্র দাস(৩০), মৃত চন্দ্র শেখর দাসের পুত্র চন্দ্র নাথ দাস(৬৫)।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক, জুয়া, ধর্ষণ, দাঙ্গা-হাঙ্গামাসহ, চুরি, ডাকাতি এর বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। এর সঙ্গে জড়িত কাউকে নূন্যতম ছাড় দেয়া হবে না বলেও তিনি হুশিয়ারি প্রদান করেন। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলায় বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।