শিব্বির আহমদ আরজু : বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, দরিদ্র ও হতদরিদ্র দিনমজুরদের মধ্যে চাল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। শনিবার ( ২৫ জুলাই) দুপুরে এল আর হাইস্কুল প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে বিজিএফের চাল বিতরণ করেন তিনি।
এ সময় ইউনিয়নে ১ হাজার ২শ’ ৫১ জনের মধ্যে এ চাল বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. রেখাছ মিয়া, ইউপি সদস্য মো. স্বরাজ মিয়া, জাহাঙ্গির আলম, এম. নুরুল ইসলাম, ইশতিয়াক হোসেন লেমন প্রমুখ।