শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে আইন শৃঙ্খলার উন্নয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ওসি তদন্ত) প্রজিত কুমার দাস, বীর মুক্তযোদ্ধা ইউনুস মিয়া মেম্বার, বাবু কাজল চ্যাটার্জি, মাসুদ উল্লা খান (সাজ্জাদ), ফায়ার ষ্টেশন মাস্টার মোঃ শেখ সৈয়দ আহমেদ ।
সভায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আব্দুস সালাম, মোঃ শাহেদ মিয়া, মোঃ ধন মিয়া, মাহমুদ আখঞ্জী, মোঃ মহিবুর রহমান, মোঃ আব্দুল্লা মিয়া, সুমন আখঞ্জী, মোঃ তৈয়ব আলী, মোছাঃ তুহিন সুলতানা রেনু, মোঃ হাসিনা খাতুন, নাসরিন আক্তার মায়া (মহিলা ইউপি সদস্যা), ছানাউল হক রুবেল (প্রধান শিক্ষক), পরিবহন শ্রমিক নেতা দুলাল মিয়া, আব্দুল্লাহ মিয়া, মোঃ মহিউদ্দিন মিয়া প্রমুখ। সভায় সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে, বেশি রাত্রে কোন দোকান পাট খোলা রাখা যাবে না, রাত্রে বেলা বিভিন্ন রাস্তা ঘাটে ওহেতুক লোকজনের চলাচল বন্ধ রাখতে হবে। দাঙ্গা, বিশৃংখলা, মাদক, জুয়া, ইভটিজিং বন্ধে পুলিশ, জন প্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।