নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে মদ খেয়ে মাতলামি করায় ২ মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। মাদকসেবীরা হচ্ছে দরগাহ মহল্লার আলতাফ হোসেন এর ছেলে সোহেল মিয়া (২৫) ও দত্ত পাড়ার জালাল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)। সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশনায় মাদক অভিযান পরিচালনাকালে এস আই আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ বড় বাজার বাস স্ট্যান্ড এলাকা থেকে মাতলামি অবস্থায় তাদের আটক করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(গ) এর ধারা লংঘন করায় সোহেল মিয়া ও জাহাঙ্গীর আলমকে বিনাশ্রম ৩ মাসের কারাদণ্ড ও ৫শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ২ মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ’ টাকা জরিমানা
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৮:৪৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- ১৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস