শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচং উপজেলার ১১ নং মক্রমপুর ও ১৪নং মুরাদপুর ইউনিয়নের ২ কৃষককে কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে কৃষক সোহেল মিয়া ও কামরুল মিয়ার হাতে মাননীয় প্রধানমন্ত্রীর কৃষি ভর্তুকির আওতায় কম্বাইন হারবেস্টার মেশিন প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক, সিএ ফয়জুর রহমান রুবেলসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্যে নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশা আল্লাহ। অন্যান্য উন্নয়নের সাথে সমানতালে আমাদের কৃষিক্ষেত্রও দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কৃষক হচ্ছে দেশের প্রাণ। এ ক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে ধান কাটার অত্যাধুনিক মেশিন (কম্বাইন হারভেস্টার) দিচ্ছে ।