শিব্বির আহমদ আরজু/ শেখ মোঃ আলমগীর :“ জ্বলছে আলো চলছে- দেশ এগিয়ে যাচ্ছে” এ স্লোগানকে ধারণ করে বানিয়াচংয়ের ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় কুমড়ি বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। এমপি আব্দুল মজিদ খান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পেতে হলে গ্রাহকদের আরও সাশ্রয়ী হতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজন ছাড়া যাতে কোন লাইট বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতি চালু না থাকে। তাহলেই জননেত্রী শেখ হাসিনার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহতী উদ্যোগ সফল হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা অনুপ কুমার দেব মনা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ১৩ নং মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, ১৪নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ১৫নং পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান ফজুলর রহমান খান, জেলা পরিষদ সদস্য মোঃ নাজমুল হক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১শ’ ৩৩ পরিবার বিদ্যুৎ এর আওতায় এসেছে। প্রত্যন্ত এলাকায় সাড়ে ১৬ কিঃমিঃ জায়গা জুড়ে বিদ্যুৎ স্থাপন হয়েছে। বিদ্যুৎ পেয়ে এসব এলাকার সকল শ্রেণিপেশার মানুষ বেজায় খুশি এবং এমপি আব্দুল মজিদ খান এর কাছে কৃতজ্ঞ।