শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে ১৪ নং মুরাদপুর ইউনিয়নে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষে র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতাহিরুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় বক্তব্য রাখেন পিআইও মলয় দাস, হবিগঞ্জ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি প্রফুল্ল বৈষ্ণব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাদীসহ কারিতাস কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, দূর্যোগের ক্ষেত্রে আমাদেরকে আরও সচেতন হতে হবে।

বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যে কোন দূর্যোগে ক্ষতিগ্রস্থদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছে। যা জননেত্রী শেখ হাসিনার সরকার বলেই সেটা সম্ভব হয়েছে। প্রতিপাদ্য ছিল, “ দূর্যোগে ঝুঁকি হ্রাসে সুশাসন- নিশ্চিত করবে টেকসই উন্নয়ন”।