আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় বানিয়াচংয়ে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২রা এপ্রিল ) বাদ আছর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আল্লামা শায়খ মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা আবুল আহমদ এর সঞ্চালণায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা ফারুক আহমদ আনসারী, মুফতি আহমদ আলী, মুফতি হামিদুর রহমান, মাওলানা বাহার উদ্দিন, মুফতি মোফাজ্জল হোসেন, হাফেজ মাওলানা আবুছালেহ মিছবাহ, হাফেজ এনামুল হক ও মাওলানা আব্দুল কাইয়ূম প্রমুখ।

বক্তাগণ বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ভারতীয় বিতর্কিত প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানিয়ে এ দেশে আনা সঠিক হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে ১৯জন ভাইকে কেন শহীদ করা হয়েছে ? এরপর আবার সারাদেশে মাদ্রাসায় মাদ্রাসায় তল্লাশী চালানোর নামে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা এবং যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রবীন আলেম মাওলানা ক্বারী ইউনূছ আলী।