শিব্বির আহমদ আরজু : মানবতার কল্যাণে এগিয়ে এসেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের সামাজিক সংগঠন “স্বপ্ন ছোঁয়া”। বুধবার ( ২৯ জুলাই) দুপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব-অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। স্বপ্নছোঁয়ার সভাপতি মো. অলি আহমেদের সভাপতিত্বে বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন, বিশিষ্ট মুরব্বী মঈনুল ইসলাম এখলাছসহ স্থানীয় মুরব্বিয়ান ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, সামাজিক সংগঠন “ স্বপ্ন ছোঁয়া” যে দূর্যোগ সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তাতে আমি অভিভূত। জাতির এ ক্রান্তিলগ্নে সরকারের পাশাপাশি বিত্তশালীসহ সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। আসুন- করোনার ন্যায় বন্যায় আমরা সম্মিলিতভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াই।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেন, করোনা ভাইরাস যেতে না যেতেই ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে বন্যা শুরু হয়েছে। এতে অসহায় মানুষরা দূর্ভোগে পড়েছেন। এমন সময় স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠন যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তাতে অত্যন্ত প্রশংসার যোগ্য। জনপ্রতিনিধি হিসেবে এসব সংগঠন এর পাশে আছি।