বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে জমিতে সেচ নিয়ে বিরোধের জের ধরে ২ পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১৬ জন আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। শনিবার (২ জানুয়ারি) দুপরে উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বড়কান্দি গ্রামের ইছব আলীর সঙ্গে আরব আলীর বিরোধ চলছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমিতে সেচ নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্তসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে সেচ নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ১৬ জন আহত, আটক ৮
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- ৯১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ