শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে ‘সার্কেল ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় থানা কম্পােউন্ডে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে ‘সার্কেল ডে’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলামসহ উভয় থানার পুলিশ পরিদর্শকসহ অফিসারবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং সার্কেল শেখ মোহাম্মদ সেলিম বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানা এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারী পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সহায়ক ও ২ থানা এলাকায় চুরি ডাকাতি রোধকল্পে অফিসারদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।