আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : ‘ আমাদের সহযোগিতায় সব সময় এগিয়ে ‘ এ স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে সখি ফা্উন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ-অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকাল ৫টায় জাতুকর্ণ পাড়া মহল্লায় বিশিষ্ট সমাজসেবক মোঃ দুদু মিয়া’র সভাপতিত্বে ও গ্যানিংগঞ্জ বাজারের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়ার ব্যবস্থাপনায় ‘সখি ফাউন্ডেশন’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মোছা: সখিনা খাতুন এর অর্থায়নে ১০ কেজি চাল, ২কেজি পিঁয়াজ, ২কেজি ছোলা, ২কেজি ডাল, ২কেজি তৈল, ১কেজি চিনি, ১কেজি মুড়ি, ৫০০গ্রাম খেজুরসহ বিভিন্ন সামগ্রী ৩০জন দু:স্থ স্বজন ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আলী হায়দার মিয়া, প্রবাসী আঃ রউফ মিয়া, লতিফ উল্লা ও আমীমুল এহসান ইমাদ প্রমুখ।
মোঃ মোস্তফা মিয়া বলেন, আগামীকাল বছরের প্রথম রমজান শুরু। তার উপর করোনাভাইরাস নামক মহামারীর কারণে একদিকে যেমন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, অপরদিকে খাবারের জন্য অসহায় মানুষদের হাহাকার বাড়ছে। এমন একটি বিশেষ দিনে আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ছোট বোন মোছাঃ সখিনা খাতুন এর পক্ষ থেকে দুঃস্থ-অসহায় স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে খুব ভালো লাগছে।