আক্তার হোসেন আলহাদী : বানিয়াচংয়ে আজ মঙ্গলবার ( ২০ অক্টোবর) উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার ৯ নং পুকড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এবং ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নের ৩ নং সংরক্ষিত ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । উপনির্বাচনে পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী এবং পৈলারকান্দি ইউনিয়নের ওয়ার্ডে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকালই (১৯অক্টোবর সোমবার) নির্বাচনী সরঞ্জামসহ আইনশৃঙ্খলা বাহিনী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীগণ স্ব-স্ব কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া জানান, ২জন ইউপি সদস্য‘র মৃত্যুজনিত কারনে নির্বাচনী বাধ্যবাধকতার কারনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শতভাগ শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের জন্য আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন, উপনির্বাচনে কোন অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদেরকে বলা হয়েছে। স্থানীয়ভাবে কোন ব্যক্তি বা গোষ্টি আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটালে বিষয়টি কঠোরভাবে দমন করা হবে।
Aa