নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শায়েখ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার ( ৮ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে সুপার মাওলানা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সুহাইল আহমদ এর সঞ্চালণায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাচ্ছিরে কোরআন মুফতি দেলোয়ার হোসেন নুরী, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচংয়ের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা শায়েখ মখলিছুর রহমান দা:বা: ও বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট লেখক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম। রাতের মাহফিল ছাড়াও দিন ব্যাপি মহিলাদের নিয়ে ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। এবছর হিফজ ফারেগীন ৬জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ২০২০ সালে হিফজ পরীক্ষায় মুমতাজ (এ+) প্রাপ্ত ৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ ও প্রদান করা হয়েছে। এ মাদ্রাসার প্রতিষ্ঠাত হচ্ছেন ইংল্যান্ড প্রবাসী আশিকুর রহমান কোরাইশী।