বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধিঃ বানিয়াচংয়ে শারদীয় দূর্গাপূজার বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু কৃষ্ণ দেবের পরিচালনায় বক্তব্য রাখেন বিপুল ভূষণ রায়,প্রিয়তোষ রঞ্জন দেব,কাজল চ্যাটার্জী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস। উক্ত সভায় বানিয়াচং উপজেলার শারদীয় দূর্গাপূজার মন্ডপে সরকারিভাবে বরাদ্ধকৃত চাল বন্টন করা হয়েছে। উপজেলার মোট ১১৪টি মন্ডপের মধ্যে প্রতিটিতে ৫০০ কেজি করে মোট ৫৭ মেঃ টন চাল বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে শারদীয় দূর্গাপূজা‘র বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- ৭৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ