শিব্বির আহমদ আরজু/ আব্দাল মিয়া : বানিয়াচংয়ে শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) বিকালে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ভবনের উদ্বোধন করেন বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমির হোসেন নিয়াশার সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক ছানাউল হক রুবেল এর সঞ্চালণায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জে শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ ক্ষেত্রে আমুল পরিবর্তন হয়েছে। শুটকি নদীর ব্রিজ এর বিকল্প ব্রিজ নির্মাণ হচ্ছে। এর পর রত্মা নদীর ব্রিজ নির্মাণ হলে এ ক্ষেত্রে বেইলি ব্রিজের কোন সমস্যা থাকবে না।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা স্মৃতি চ্যাটার্জি কাজল, আরফান উদ্দিন, যুবলীগ নেতা মোঃ শাহজাহান মিয়া, সুবেদ আলী, এজেড এম উজ্জল, ইউপি সদস্য ধন মিয়া, যুবলীগ নেতা সর্দার গোলাম কিবরিয়া খোকন ও ছাত্রলীগ নেতা জামাল মিয়া প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৬ সালে শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্য্যালয় স্থাপন করা হয়।