স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে লেট্রিনের ময়লা সড়কে ফেলতে নিষেধ করায় হাজী আব্দুল হক (৮০) নামে এক বৃদ্ধকে বেধরক পিটিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় ৪জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে আসামী গ্রেফতার করতে অভিযান চালিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত পাড়া গাঁও মহল্লায় এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, পাড়া গাঁও মহল্লার শাবুল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪০) দীর্ঘদিন যাবত লেট্টিনের ময়লা পাশ্ববর্তী সড়কে ফেলে আসছে। এতে এ সড়ক দিয়ে যাতায়াতকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ছাত্র ছাড়াও এলাকাবাসী চরম ভোগান্তি পোহাচ্ছেন। এলাকাবাসীর বাধা উপেক্ষা করে গতকালও লেট্টিনের ময়লা ছাড়তে উদ্যত হন জেসমিন আক্তার। এতে এলাকার বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল হক মিয়া বাধা প্রদান করলে তাকে ব্যাপক মারধোর করে শাবুল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৪০), মৃত দরবেশ মিয়ার পুত্র মোঃ অলি মিয়া(৪৫),জুয়েল মিয়ার পুত্র রনি মিয়া (২০) ও অলি মিয়ার পুত্র সাদ্দাম মিয়া (২৪)। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে।