নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নিযুক্তকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে ওসিসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত মুবিন মিয়াকে সিলেটে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ( ২০ ফেব্রুয়ারি) রাত ১০টায় মাতাপুর গ্রামে।
সূত্রে জানা যায়, কিছুদিন আগে উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত আদর্শ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। পরে সমঝোতার মাধ্যমে মাতাপুর মহল্লার সর্দার এস এম হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
এটাকে কেন্দ্র করে একই এলাকার আরজান আলীর লোকজনের সাথে এস এম হাফিজুর রহমান এর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনসহ উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন। ওসি মোহাম্মদ এমরান হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
আহতরা হচ্ছেন, রমজান আলী (৪৫), হাবিবুর (৪০), হাফিজুর রহমান (৫০), মহিবুর রহমান (৪২), সেলিম মিয়া (৩৮), জহিরুল ইসলাম (৪০), খলিলুর রহমান( ৩০), আব্দুল গণি (৬০) প্রমুখ।
এ ব্যাপারে ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।