বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত আহত হয়েছেন-১৫ জন। গতকাল বুধবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলার স্থানীয় বড় বাজার সংলগ্ন নাগের খানা গ্রামে জমি সংক্রান্ত বিষয় নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হচ্ছেন মোস্তাকিম মিয়া, মোবাশ্বির মিয়া,ছিদ্দিক মিয়া, আব্দুস ছত্তর মিয়া, আব্দুলখালেক মিয়া,ফারদিন মিয়া,মঞ্জু মিয়া,আব্দুই হাই,গোলাপজান বিবি,মমতাজ বেগম,আছমা বেগম,তাসলিমা আক্তার,তানজিলসহ আরো অনেকে।
সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বৎসর যাবত একই এলাকার মোস্তাকিম মিয়া গং এবং ছিদ্দিক মিয়া গংদের মধ্যে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছে ।এরই সূত্র ধরে মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে উভয়পক্ষের নারী পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপের কারনে উভয় পক্ষের বসতঘরের চালা ছিদ্র হয়ে যায় এবং প্রায় ১৫ জন লোক আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে থানা পুলিশ।