আব্দাল মিয়া, বানিয়াচং থেকে : করোনা ভাইরাস কোভিড-১৯ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার ও ৫/৬নং বাজারে সাবান ও মাস্ক বিতরণ করেছে বানিয়াচং উপজেলা সাবেক ও বর্তমান যুবদল নেতৃবৃন্দ। মঙ্গলবার ( ১৪ জুলাই) সকাল ১১ টায় ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় যুবদল নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সমাজ এবং জনসাধারণের মাঝে অতীতের ন্যায় সব সময় সুখ-দুঃখে পাশে আছেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জুল হোসেন স্বপন, জাকির হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, ইসরাইল মিয়া, সোহেল চৌধুরী রানা, ছালেক মিয়া, জহিরুল ইসলাম নাসিম, দুলাল আহমেদ, ইলিয়াস মিয়া, হাসান আল মামুন, শেখ মাসুম, মোস্তাক মিয়া, লুৎফুর রহমান, মশিউর রহমান, জিয়াউর খাঁ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু, লিটন ঠাকুর ও দিলসাদ আহমেদ। উল্লেখ্য, উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার ও ৫/৬ নং বাজারে ৬ শ’ মানুষের মাঝে সাবান ও মাস্ক বিতরণ করা হয়।