শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার(২৬ আগস্ট) দুপুর ১২ টায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা।

মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য রাখার দায়ে হাজী আব্দুর রশীদ ফার্মেসীকে ৩ হাজার, উজ্জল ফার্মেসীকে ২ হাজার, মারহাবা স্টোরকে ৩ হাজার ও মোর্শেদ স্টোরকে ৩ হাজারসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকারকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এস আই গৌতমসহ একদল পুলিশ।