বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। সোমবার ( ৮ ফেব্রুয়ারি) দুপুরে ৮নং খাগাউড়া ইউনিয়নে প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন নূরানী মাদ্রাসার ৪৫জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে এ উপহার প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিমসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, শীত আগমনের শুরু থেকেই বানিয়াচং উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে গরীব-অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এভাবেই সামনে থেকে একের পর এক জনহিতকর কাজ করে যাচ্ছেন তিনি। যা করোনার কঠিন সময়সহ বন্যা পরিস্থিতির কার্যক্রম গণমাধ্যমে উঠে এসেছে।