আবদাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে পুলিশ কতৃক ২টি মামলায় দন্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেনের এর নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুস সাত্তার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মামলার দন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি খোকন মিয়াকে গ্রেফতার করেছে। সে উপজেলার নন্দিপাড়া গ্রামের জালাল মিয়ার পুত্র। অপরদিকে এসআই (নিঃ) আঃ রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২০লিটার দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী সুমন রবি দাস (৩৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার রঘু চৌধুরীপাড়া গ্রামের মৃত মানিক রবি দাসের পুত্র। এছাড়া বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১, হবিগঞ্জ আদালতে বিচারাধীন বিভিন্ন মামলার ২৭জন সাক্ষীকে N.B W/W মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন বলেন, সরকার দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদকসহ সব অপরাধীর জন্য জিরো টলারেন্স। তাই অপরাধীরা যতই শক্তিশালী হউক না কেন আইন কাউকে ছাড় দিবে না। তারা আইনের ফাঁদে আটকা পড়বেই। আসামীদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ী ও পলাতক আসামী গ্রেফতার
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:১৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- ৮৬ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ