আবদাল মিয়া, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে নবনির্মিত মসজিদে ক্বোবা উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের প্রাণকেন্দ্র পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জামে মসজিদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি।

মুফতি জুনাইদ আহমদ এর সভাপতিত্বে ও মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য মোফাচ্ছিরে কোরআন আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, মাওলানা আব্দুল বাছিত আজাদ, মাওলানা আব্দুল ওয়াদুদ, হাজী ফরিদ উল্লাহ, মাওলানা শায়খ মখলিছুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, কাজী মুফতি আতাউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, মসজিদ নির্মাণ করা অনেক সওয়াবের কাজ। সম্পদ থাকলেই এটা সবার দ্বারা সম্ভব হয় না। এ ক্ষেত্রে খুব ভাগ্যবান ব্যক্তি মসজিদ নির্মাতা ও জমি দাতা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, বানিয়াচং থেকে অনৈসলামিক কার্যক্রম, মদ,জুয়া, অশ্লীল গান-বাজনা দূর করতে চাই। এতে ধর্মপ্রাণ মুসল্লীসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করি। জমি দাতা মোতাব্বির হোসেন খোকন বলেন, এ সম্পদ আমি অর্জন করেছি। আমি জীবদ্দশায়ই মহান আল্লাহকে একমাত্র রাজি এবং খুশি করার নিমিত্তে পবিত্র মসজিদে দান করেছি। আল্লাহর ঘর নির্মাণে জায়গা দিতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। আমি সবার কাছে দোয়া চাই। নবনির্মিত মসজিদে ক্বোবার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি হচ্ছেন ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি জুনাইদ আহমদ।