বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ গাজাসেবীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টায় উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বাড়ি থেকে গাজাসেবনের সরঞ্জামসহ নন্দী পাড়া গ্রামের মখলিছ মিয়ার ছেলে মোশাররফ (২০) ও পুরানবাগ মহল্লার শামসুল ইসলামের ছেলে এনামুল (২৫)কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় গাজাসেবনের দায়ে তাদেরকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। এলাকাবাসী জানান,দত্তপাড়া গ্রামের টিপু সুলতানের বাড়িতে সন্ধ্যা রাতে প্রতিদিন নিয়মিত গাজার আসর বসতো। প্রতিবেশীগণ দীর্ঘদিন যাবত আপত্তি জানালেও তাতে সে কোন কর্ণপাত করেনি। গাজাসেবীদেরকে অর্থদন্ড প্রদান করা হলেও বাড়ির মালিক টিপু সুলতান অসুস্থ হওয়ার কারনে তাকে অব্যাহতি দেওয়া হয়।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২গাজাসেবীকে ২০হাজার টাকা অর্থদন্ড প্রদান
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:৪২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- ৭৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ