নিজস্ব প্রতিবেদক :: বানিয়াচংয়ে ৮নং খাগাউড়া ও ৯নং পুকড়া ইউনিয়নে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নতুন কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে তাদের মাঝে ৩শ’ কার্ড বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ৮ নং খাগাউড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম, ৯নং পুকড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও ছাত্রলীগ নেতা সালেহ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগে উপজেলা সদরের ৪টি ইউনিয়নে নতুন কার্ড বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার ১৫টি ইউনিয়নেই বিতরণ করা হবে।