বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে নতুন ভাতা বই বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ৭নং বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ৩শ’৫০টি ভাতার কার্ড বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমীন , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ৮ নং খাগাউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ শওকত আরেফীন সেলিম, ৭নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ মিয়া, আব্দুল মুকিত ও ইউনিয়ন পরিষদ এর সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় নেতৃবৃন্দ।