বানিয়াচং(হবিগঞ্জ) প্রতিনিধিঃ বানিয়াচংয়ে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীসহ ৪জন গুরুতর আহত হয়েছেন। হামলার সময় সন্ত্রসীরা লক্ষাধিক টাকা ও ১টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। আহতদের নাম ফাহিম (২৮), এনামুল (২২), সোহেল(৩৮) ও আবু মুসা(৫৭)। গুরুতর আহত ফাহিম, সোহেল ও আবু মুসাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টায় বড়বাজারের দিদার এর পেট্রোল পাম্পের দোকানে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,চতুরঙ্গ রায়ের পাড়ার তাজুল ইসলামের পুত্র বড়বাজারের ওয়ার্কশপ ব্যবসায়ী ফাহিম ও অপর ব্যবসায়ী নয়ন উল্লার পুত্র দিদার ইসলামি ব্যাংক লোনের জিম্মাদার ছিল। দিদার ব্যাংক লোনের কিস্তি পরিশোধ না করায় সম্প্রতি ব্যাংক থেকে ফাহিমের নামে উকিল নোটিশ পাঠানো হয়। ঘটনার সময় অ্যাডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, সোহেল,আবু মুসা ও এনামুলকে নিয়ে দিদারের দোকানে ফাহিম গিয়েছিল তাকে জিজ্ঞেস করতে। এ সময় দিদার উত্তেজিত হয়ে তার ভাই জিতু ও তার ভাইয়ের ছেলেরা দিদারের নির্দেশে লোহার রড দিয়ে ফাহিমের উপর হামলা চালায়। এ সময় উপস্থিত সোহেল ও আবু মুসার ওপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। এ ব্যাপারে আহত ব্যবসায়ী ফাহিম জানান, আমি দিদারকে উপকার করেছিলাম। উপকার করার কারণে আমাকে মারপিট করে টাকা ছিনতাই করে প্রতিদান দিয়েছে সে। আমি এর বিচার চাই।