আবদাল মিয়া/ বদরুল লস্কর, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচংয়ে টমটমের ধাক্কায় ১ মহিলা নিহত হয়েছেন। নিহত মহিলার নাম ছামিনা আক্তার(৬৫)। তিনি ৭ সন্তানের জননী।
১২ অক্টোবর সোমবার দুপুর ১২টায় বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের বড়বাজার-আদর্শবাজার সড়কের সংগ্রাম রায়েরপাড়া নামক স্থানে এই ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তাকবাজখানী(নোয়াপাড়া) গ্রামের মৃত কালন উল্লার স্ত্রী ছামিনা আক্তার বড়বাজার থেকে চাল নিয়ে হেটে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ব্যাটারী চালিত টমটম স্ব-জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
এ সময় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরনের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এ বৃদ্ধা মহিলার।
ঘাতক টমটম চালকের নাম ময়না মিয়া(২২)। সে বাগ মহল্লার মোহাম্মদ আলীর পুত্র।
জনতা টমটম আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।

নিহতের বড় ছেলে জমরুত মিয়া জানান, আমার মা বাজার থেকে ফিরছিলেন। বেপরোয়া চালক আমার মায়ের উপর টমটম তুলে দিয়ে টমটমের নীচে ফেলে দিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে উপস্থিত লোকজন থেকে প্রাথমিকভাবে আমরা জেনেছি টমটমের ধাক্কায় পড়ে গিয়ে মহিলা ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য যে, নিহত মহিলার স্বামী কালন উল্লা ২বৎসর পূর্বে হবিগঞ্জ-বানিয়াচং রোডে গাড়ি দূর্ঘটনায় মারা গিয়েছিলেন।
স্বামীর মৃত্যুর পর স্ত্রী‘র একই রকম মৃত্যুর পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।