মখলিছ মিয়া : বানিয়াচং সদরের বিভিন্ন বাজারে লেফটেনেন্ট মোঃ আদনান ইসলাম এর নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালিত হয়েছে। ২৭মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বড়বাজার, গ্যানিংগঞ্জবাজারসহ বেশ কিছু জনবহুল জায়গায় এ প্রচারনা চালানো হয়। এসময় সেনাবাহিনীর পক্ষ থেকে হ্যান্ড মাইকযোগে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী প্রয়োজন ছাড়া জনসমাগম এড়িয়ে চলা, নিজের এবং পরিবারের সুরক্ষার স্বার্থে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে চলার জন্যও সবাইকে অনুরোধ জানানো হয়। প্রচারাভিযান ছাড়াও বাজারের আশ-পাশের বেশ কিছু বাড়িতে গিয়ে অসহায়- দরিদ্র পরিবারের মধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। এসময় লেফটেনেন্ট মোঃ আদনান ইসলাম বলেন, সেনাবাহিনী যেকোন দূর্যোগময় পরিস্থিতিতে আপনাদের পাশে আছে এবং থাকবে। তিনি সবাইকে সরকারী স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার জন্য পরামর্শ দেন।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে বিভিন্ন বাজারে সেনাবাহিনীর জনসচেতনতামূলক প্রচারাভিযান
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ১২:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- ৭৮ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ