নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফেরদৌস আহমদ (২০) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছে। সে উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাওরাকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে। জানা যায়, রোববার ( ৪ অক্টোবর) বিকাল ৩টায় ঐ এলাকার নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় ফেরদৌস আহমেদ।

উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।