আবদাল মিয়া/ বদরুল লস্কর : পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও মহান জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজুমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, ইউনিয়ন চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এরশাদ আলী।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক মন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান বলেন, বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই। কারণ সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানময় হয়ে উঠেছে। তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। পরে তিনি অতিথিদের নিয়ে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত ২২ টি স্টল পরিদর্শন করেন।