সাহিদুর রহমান : মহামারী করোনা ভাইরাস থেকে জনসাধারণকে সচেতন করার লক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. এ এম শাখাওয়াত হাসান জীবন’র উদ্যোগে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধায় স্থানীয় বড় বাজারে ইউনিয়ন নেতাকর্মীদের কাছে মাস্ক পৌঁছে দেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. লুৎফুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক এবং বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশীর আহমদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুর রউফ মিয়া,২নং ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল মন্নান, মো. বাহার মিয়া, বিএনপি নেতা গৌউছ চৌধুরী, দিলোয়ার হোসেন, শেখ জসিম, মাহমুদুল হোসেন ধন মিয়া,সায়েদ লস্কর, সাহিদুর রহমান, ফজলে এলাহি, সাদিকুর রহমান, মিলন মেম্বার, জহিরুল হক নাসিম প্রমুখ।
মাস্ক ও লিফলেট বিতরণের সময় আহবায়ক আলহাজ্ব মো. লুৎফুর রহমান বলেন, আমাদের কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন জনসচেতনতার লক্ষ্যে নেতাকর্মীদের মাধ্যমে মাস্ক বিতরণ করছেন। পাশাপাশি জনসাধারণকে সচেতন করার জন্য ডাক্তারের নাম্বারসহ করোনা সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ এবং তাদের হাতে পৌছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।