শিব্বির আহমদ আরজু : বানিয়াচংয়ে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে ২ দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) উপজেলা পরিষদ এর আয়োজনে ও জাইকা‘র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাসুদ রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা দুদকের সভাপতি বিপুল ভূষণ রায়, রাখেন ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান,
৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, সাংবাদিক নেতা মখলিছ মিয়া, শিক্ষক ভানু চন্দ্র চন্দ প্রুমখ। ১০ ও ১১মার্চ দুইদিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় কলেজ শিক্ষক,সরকারি কর্মকর্তা,পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক,কাজী,ইমাম ও বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজন কর্মশালায় অংশ গ্রহণ করেন।