বদরুল লস্কর, বানিয়াচং থেকে : বানিয়াচংয়ে বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ মার্চ) দিনব্যাপি উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাইকা‘র সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি,ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম। ১০ ও ১১মার্চ দুইদিন ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় কলেজ শিক্ষক,সরকারি কর্মকর্তা,পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক,কাজী,ইমাম ও বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশার লোকজন কর্মশালায় অংশ গ্রহণ করেন।
কর্মশালায় বাল্যবিয়ের ঘটনায় মাতৃমৃত্যু, নারী নির্যাতনসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পায় বলে তথ্য উপস্থাপন করা হয়েছে। মহামারি করোনাকালীন সময়ে উদ্বেগজনক হারে বাল্য বিয়ে সংঘটিত হওয়ার কথাও জানানো হয়। কর্মশালায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন বন্ধে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা ও তুলে ধরেন আলোচকগণ।
এ সময় উপস্থিত ছিলেন জনাব আলী সরকারি কলেজের অধ্যক্ষ শাফিউজ্জামান খান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোক রানা,যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ,সহকারি শিক্ষা কর্মকর্তা হাসিবুল হোসেন, বিশিষ্ট লেখক ও গবেষক মুফতী আতাউর রহমান,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী প্রমূখ।