মখলিছ মিয়া ॥ বানিয়াচংয়ে বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে অসুস্থ এক বৃদ্ধাকে ব্যক্তিগত খরচে চিকিৎসা করালেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। সম্প্রতি বানিয়াচঙ্গে বন্যার পানিতে অনেকের বাড়ি- ঘর তলিয়ে যাওয়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ওঠেন ওই সকল পরিবারের সদস্যরা। এসব অসহায় মানুষদের খোঁজ খবর নিতে তাদের কাছে প্রতি নিয়ত ছুটে চলেছেন ইউএনও মাসুদ রানা। এসময় তিনি সরকারের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেন বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী। শুধুমাত্র ত্রাণ সামগ্রী দিয়েই তিনি থেমে থাকেননি। আশ্রয়হীন পরিবারের সদস্যদের কোন সমস্যা আছে কি না তাও নিজে তদারকি করেন। বানিয়াচং সদরের প্রথমরেখ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে দেখতে পান একজন বয়স্ক ব্যক্তির হাত ভাংগা। তাৎক্ষণিক তিনি তার কাছে গিয়ে দেখতে পান বিনা চিকিৎসায় ওই বৃদ্ধ ভাংগা হাত নিয়েই যন্ত্রণায় কাতরাচ্ছেন। টাকার অভাবে ভাংগা হাতের কোন চিকিৎসা করাতে পারছেন না তিনি। তার স্ত্রী হাত ভাংগার এক্সরে রিপোর্ট এনে ইউএনওকে দেখালে, ইউএনও মাসুদ রানা ওই বৃদ্ধের চিকিৎসার বিষয়ে বানিয়াচং এবং হবিগঞ্জ হাসপাতালের ডাক্তারদের সাথে কথা বলেন। পরবর্তী তিনি নিজে খরচ দিয়ে বৃদ্ধ আব্দুল আওয়ালকে (৭০) হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান এবং সেখানে তার হাতের চিকিৎসা করা হয়। বর্তমানে তার হাতের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। বৃদ্ধ আব্দুল আওয়ালের বাড়ি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে। এ বিষয়ে ইউএনও মাসুদ রানা বলেন, অসহায় মানুষদের সেবা করতে পারলে শান্তি পাই। এসব অসহায় হত দরিদ্র মানুষদের সেবা করাটাও একটা এবাদত। তাই যার যার অবস্থান থেকে এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহবান জানান ইউএনও মাসুদ রানা।