আব্দাল মিয়া/ মোক্তাদির হাসান সেবুল : হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬নং কাগাপাশা ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সংসীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এমপি। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দূর্গত অসহায় মানুষদের মাঝে প্রধান অতিথি হিসেবে তিনি ত্রাণ বিতরণ করেন।
এ সময় এমপি আব্দুল মজিদ খান বলেন, বৈশ্বিক দূর্যোগ কোভিড-১৯ এর কারণে মানুষ যখন নাকাল, তখনি আবার বন্যা শুরু হয়েছে। এতে হাওরাঞ্চলের মানুষ হিসেবে আমরা ক্ষতিগ্রস্থ এবং দূর্ভোগে পতিত হয়েছি। আপনারা কোন চিন্তা করবেন না, এ ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। আর আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে সব সময় পাশে আছি ইনশা আল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. এরশাদ আলী, প্রভাষক মহিবুর রহমান, সাংবাদিক ফরহাদ সুমনসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, বৈশ্বিক দূর্যোগ কোভিড-১৯ এর প্রথম থেকেই জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের দোরগড়ায় গিয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং সরকারি সহযোগিতা করেছেন এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী। করোনা ভাইরাসের অসম ক্ষতির সাথে সাথেই এবার বন্যার কবলে পড়েছেন হাওরাঞ্চল এলাকা নামে খ্যাত হবিগঞ্জ-২ সংসদীয় আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) অধিবাসীরা।