নিজস্ব প্রতিবেদক : বানিয়াচং উপজেলা সদরের অন্যতম একটি সড়ক হচ্ছে ছিলাপাঞ্জা সড়ক। এ সড়ক দিয়েই প্রতিনিয়ত হাজার-হাজার মানুষ জেলা সদরে যাতায়াত করছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকালে পরিবেশ দূষণকারি নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে ছিলাপাঞ্জা ব্রীজের সন্নিকট সরকারি খাল থেকে একটি প্রভাবশালী চক্র বালু উত্তোলন করছিল। এ খবর পেয়ে সাথে সাথে সহকারি কমিশনার (এসিল্যান্ড) ইফফাত আরা জামান উর্মি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন। এসময় বালু উত্তোলনের কয়েকটি পাইপ এসিল্যান্ডের নির্দেশে ভেঙ্গে দেয় পুলিশ। এঘটনায় নিরীহ এলাকাবাসীকে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। এতে করে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকার মুরুব্বী কিম্মত আলী ( ৬০) তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে জানান, এ ঘটনার সাথে আমাদের কোন ন্যূনতম সম্পর্ক নেই। এসিল্যান্ড স্যার গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন। এ বিষয়টি নিয়ে এলাকার নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসানোর ভয়-ভীতি প্রদর্শন করছে একটি বালু খেকোরা। এ বিষয়টি আমাদের অভিভাবক মাননীয় এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। জাফর আলী ( ৬৫) জানান, বালু উত্তোলনের ব্যাপারে আমরা কিছুই জানি না। প্রশাসনের কাজ প্রশাসন করেছেন। তবে কেন বালু উত্তোলনের সাথে জড়িতরা আমাদের হুমকি প্রদর্শন করছে আমার বুঝে আসছে না ! এ ব্যাপারে ওসি তদন্ত প্রজিত কুমার দাস তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে জানান, এ ব্যাপারটি ইউএনও স্যারের এখতিয়ারাধীন। তবে এলাকাবাসী যদি যে বা যারা তাদের হুমকি প্রদর্শন করছে অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খাল থেকে বালু উত্তোলন বন্ধ, নিরীহ এলাকাবাসীকে প্রভাবশালীদের হুমকি
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৪:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- ৬৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ