নিজস্ব প্রতিবেদক : বানিয়াচংয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে আউলাদ মিয়া নামে এক জুয়াড়িকে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ( ১৬ আগস্ট) তাকে এ অর্থদন্ড প্রদান করেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। দন্ডপ্রাপ্ত জুয়াড়ি আউলাদ মিয়া উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত মহব্বতখানী মহল্লার আঃ জব্বার মিয়ার পুত্র। গ্যানিংগঞ্জ বাজার এলাকা থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশে বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত টহলকালে জুয়া খেলারতবস্থায় আউলাদ মিয়াকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদন্ড প্রদান করা হয়। এ ব্যাপারে তরঙ্গ টুয়েন্টিফোর ডট কমকে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, বানিয়াচং থেকে মাদক, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ সুপার স্যার ও সার্কেল স্যারের নির্দেশে খুব আন্তরিকভাবে কাজ করছে বানিয়াচং থানা পুলিশ। এ ক্ষেত্রে সচেতন মহলের সহযোগিতা কামনা করি।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে প্রকাশ্যে জুয়া খেলায় এক জুয়াড়িকে অর্থদন্ড প্রদান
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৫:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- ৪৫ বার পড়া হয়েছে
ট্যাগস