বদরুল লস্কর, বানিয়াচং থেকে : ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বানিয়াচংয়ে থানা পুলিশের উদ্যোগে (কোভিড-১৯) দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসাধারণের মাঝে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে গ্যানিংগঞ্জ বাজার সংলগ্ন প্রধান সড়কে বিনামূল্যে বাজারের পথচারি, ব্যবসায়ি, মোটরসাইকেল চালক, হাট- বাজার করতে আসা জনসাধারণের মাঝে পুলিশ সুপারের নির্দেশনায় মাস্ক বিতরণ করেন বানিয়াচং থানা পুলিশ।
বর্তমান করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সকলকে সচেতন হতে হবে। এজন্য সবাইকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া করোনার মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশের নির্দেশিকায় ফ্রি মাস্ক বিতরণ, করোনা টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক মাইকিং, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে ভূমিকা রাখাসহ নানান উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। করোনার সংক্রমনের বিস্তার রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানিয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন।